৯৫ শতাংশ সিএনজি অটোরিকশায় মিটার ব্যবহৃত হচ্ছে


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে ৯৫ শতাংশ সিএনজি অটোরিকশায় মিটার ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়কের অরাজকতা ও বিশৃঙ্খলা রাতারাতি ঠিক করা যাবে না। তবে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।

অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি ও ফুটপাতের অবৈধ দখলকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, আমরা ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ফুটপাত দখল সমাস্যার সমাধানের চেষ্টা করছি।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, যাত্রাবাড়ী ও শাহবাগে বুধবার বেলা ২টা থেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অভিযান চালানো হয়।

বিআরটিএ এর অ্যানফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিজি শাহনেওয়াজ তালুকদার জানান, অভিযানে গাড়ির ফিটনেস ও লাইসেন্সপরীক্ষার পাশাপাশি বাস ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দেখা হচ্ছে।

গত ১ নভেম্বর থেকে চালু হওয়া বর্ধিত ভাড়া অনুযায়ী অটোরিকশা চালকদেরকে মিটার মেনে চলার কথা থাকলেও বাস্তবে তা আর ঘটছে না বলে যাত্রীদের অভিযোগ রয়েছে।

এএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।