করণীয় নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠক করবেন শিক্ষকরা


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

দাবি-দাওয়া মেনে নেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আশ্বাসের ভিত্তিতে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি বন্ধ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু এখনো নেই আশ্বাসের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সভা করবেন শিক্ষকরা। সভায় দাবি-দাওয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এবং সভা শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার দুপুর আড়াইটায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহসচিব ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেয়া প্রতিশ্রুতি এবং বেতন বৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অষ্টম জাতীয় বেতনস্কেল ও প্রজ্ঞাপনে প্রতিফলিত না হওয়ায় গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পরবর্তীতে দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাসে গত ১৯ জানুয়ারি ফেডারেশনের সাধারণ সভায় কর্মবিরতি স্থগিত রাখা হয়। সে সময় শিক্ষক নেতারা বলেন, যদি ৩ ফেব্রুয়ারির (বুধবার) মধ্যে দাবি মেনে নেয়া না হয় তাহলে শিক্ষকরা পর দিন সভা করে তাদের পরবর্তী করণীয় ঠিক করবেন।

ওই ঘোষণা অনুযায়ী আগামীকাল ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে ফেডারেশনের একটি সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।