সাংবাদিকদের বেতন ও পে-স্কেল সমন্বয়ের তাগিদ রাষ্ট্রপতির


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

সাংবাদিকদের বেতন ও পে-স্কেল সমন্বয়ের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন-২০১৬ তে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের ফলে সাংবাদিকরা বৈষম্যবোধ করছেন। আমি আশা করি, সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে। সমস্যাটির অচিরেই সমাধান করবে।

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে রাষ্ট্রপতি আরো বলেন, গণতন্ত্রের পূর্ণাঙ্গতার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম । এর মাধ্যমে রাষ্ট্রের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। তবে এই কারণে অনেক সময় সাংবাদিকরা রোষানলের শিকার হন।

এআরএস/পিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।