ফিলিস্তিনে বন্যা, জরুরী অবস্থা ঘোষণা


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৮ নভেম্বর ২০১৪

ফিলিস্তিনের গাজায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার জরুরী অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। খবর আলজাজিরার। টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে ভেসে গেছে। এ অবস্থায় জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জরুরী অবস্থার ঘোষণা দেয়।

ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।

ইউএনআরডব্লিউএ ইতোমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরী ভিত্তিতে শহরটির জন্য জ্বালানী, পানি, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।