সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০২২
ছবি: মাহবুব আলম

সুস্থ আছেন রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে ঘটা দুর্ঘটনায় আহত নবদম্পতি।

রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন এ নবদম্পতি। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে কর্তব্যরত চিকিৎসক তাদের রিলিজ দেন।

ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ জাগো নিউজকে জানায়, তারা দুজন সুস্থ আছেন। মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। আমাদের হাসপাতাল থেকে সকালে তাদের রিলিজ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহত ছেলে হৃদয়ের মামা রাজ জাগো নিউজকে জানায়, নবদম্পতি হৃদয় ও রিয়া মনি এখন সুস্থ আছেন। তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গেছেন। বেলা ১১টায় মর্গ থেকে লাশ দেয়ার কথা ছিল।

রাজ জানান, দুর্ঘটনায় ছেলে পক্ষের এক জনের মৃত্যু হয়েছে। রিয়া মনির পরিবারের মারা গেছেন চার জন। তিনি জানান, মর্গে বেলা ১১টায় মরদেহ দেওয়ার কথা থাকলেও দুপুর ১২টা বেজে গেলেও এখনো লাশ পায়নি বলে আক্ষেপ জানান তিনি।

এএএম/এমআইএইচএস/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।