গুলিস্তানে ক্রেন থেকে পড়া রডের আঘাতে আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৫ আগস্ট ২০২২
ক্রেন থেকে পড়া রডের আঘাতে গুরুতর আহত দুজন/ছবি: জাগো নিউজ

রাজধানীর গুলিস্তানে ক্রেন থেকে পড়া রডের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

আহতরা হলেন- মোহাম্মদ শাহাবুদ্দিন (৪০) ও মোহাম্মদ জাকির হোসেন (৩৫), রেজাউল করিম (৩৫) জাহাঙ্গীর হোসেন (৪০)ও সবুজ মিয়া (৪৫)।

শাহাবুদ্দিন ওই এলাকায় ব্যবসা করেন। জাকির হোসেন ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করেন। বাকি তিনজনই ফুটপাতে ব্যবসায়ী।

আহতদের হাসপাতালে নিয়ে যান নজরুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জাগো নিউজকে জানান, গুলিস্তান হলের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ হল মার্কেটের ওপরে থাকা ক্রেন থেকে রডের টুকরো নিচে পড়ে। ওই রডের আঘাতে তারা গুরুতর আহত হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গুলিস্তান থেকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দুজনকে হাসপাতালে আনা হয়। পরে আরও তিনজন হাসপাতালে আসেন। তাদের পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী আল-আমিন/এসএএইচ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।