আজকের এই দিনে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৩:০০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

১৮৭৩ খ্রিস্টাব্দের এই দিনে কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম।

১৮৮৩ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী নন্দলাল বসুর জন্ম।

১৮৮৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা ঊর্মিলা দেবীর জন্ম।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে বুলগেরিয়া-তুরস্ক  যুদ্ধ শুরু।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।

১৯১৯ খ্রিস্টাব্দের  এই দিনে লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত।

১৯২৪ খ্রিস্টাব্দের  এই দিনে আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইলসনের মৃত্যু।

১৯২৫ খ্রিস্টাব্দের  এই দিনে অবিভক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালু হয়।

১৯২৭ খ্রিস্টাব্দের  এই দিনে হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে সাইমন কমিশন ভারতে এলে গণবিৰোভ ও ধর্মঘট শুরু হয়।

১৯৩০ খ্রিস্টাব্দের  এই দিনে ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত।

১৯৩১ খ্রিস্টাব্দের  এই দিনে নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় স্বাধিকার আন্দোলনে অংশ নেওয়া অন্যতম বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যু।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে মিত্রশক্তির এক হাজার বোমারু বিমান দিনের আলোয় বার্লিনে বোমাবর্ষণ করে।

১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।

১৯৬৯ খ্রিস্টাব্দের  এই দিনে মোজাম্বিক ন্যাশনাল লিবারশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়।

১৯৭৬ খ্রিস্টাব্দের  এই দিনে বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষের মৃত্যু।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে রাজধানী আদ্দিস আবাবায় ইথিপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে শাহ শাসনের বিরুদ্ধে ইরানের জনগণের সংগ্রাম আরো তীব্রতর হয়ে উঠে।

১৯৯৬ খ্রিস্টাব্দের  এই দিনে চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে ভয়াবহ এক অগ্নিকান্ডে কলকাতা বইমেলা ভস্মীভূত হয়।


২০০৮ খ্রিস্টাব্দের এই দিনে সাইফউদ্দিন মানিক মৃত্যুবরণ করেন।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।