ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে শ্রীলংকান প্রতিনিধি দলের সাক্ষাত


প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে ঢাকাস্থ শ্রীলংকান হাই কমিশনার ইওসোজা গুনেশকার এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে এ সাক্ষাত হয়েছে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।

ইউজিসি সূত্র জানায়, শ্রীলংকান প্রতিনিধি দল বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কোর্সে শ্রীলংকান শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এ সাক্ষাৎ করেন।

ইউজিসি চেয়ারম্যান শ্রীলংকান শিক্ষার্থীদের বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্যাদি জেনে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের পুরাতন মেডিকেল কলেজগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য মেডিকেল শিক্ষা অর্জনের সবচেয়ে উত্তম প্রতিষ্ঠান। প্রফেসর মান্নান বাংলাদেশ এবং শ্রীলংকান শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং ফেলোশিপের সংখ্যা বৃদ্ধির জন্য উভয় সরকারের প্রতি আহ্বান জানান।

ইওসোজা গুনেশকার উচ্চশিক্ষার বিস্তার ও মানোন্নয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ এবং শ্রীলংকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

শ্রীলংকার প্রতিনিধি দলের অপর সদস্যরা ছিলেন, শ্রীলঙ্কা মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন অ্যান্ড হাইওয়েজ সেক্রেটারি ডি. সি. ডিসানায়েকে ও শ্রীলংকা ন্যাশনাল হসপিটাল অব কনসালট্যান্ট সার্জন ড. লালনথা এ. রানাসিংহে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো খালেদ এ সময় উপস্থিত ছিলেন।  

এনএম/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।