আজ কালো ব্যান্ড পরবেন খেলোয়াড়রা


প্রকাশিত: ০৪:৩২ এএম, ২৮ নভেম্বর ২০১৪

ফিল হিউজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ চতুর্থ ওয়ানডেতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা এক মিনিট নিরবতা পালন করবেন। এছাড়া মাঠে কালো বাহু বন্ধনী (ব্যান্ড) পরে নামবেন খেলোয়াড়রা। দুপুর সাড়ে ১২টায় ম্যাচের আগে হিউজের জন্য এক মিনিট নীরবতা পালন করবেন তারা।

এদিকে, অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিল হিউজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোক বার্তায় হিউজের অকাল প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বোর্ড পরিচালকবৃন্দ।
 
উল্লেখ্য, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার ঘরোয়া ক্রিকেটের ম্যাচে প্রতিপক্ষ বোলারের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পাবার পর থেকেই হাসপাতালে ছিলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান হিউজ। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার মারা যান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।