পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাজায় থাকছে


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, পাকিস্তান বরাবরই হতাশাজনক আচরণ করছে। সম্প্রতি দেশটির হাই কমিশনের দুই/একজন কুটনীতিক মানি লন্ডারিংসহ অনৈতিক কর্মকাণ্ড করে ধরা পড়েছেন। আবার পাকিস্তানে আমাদের দূতাবাসের এক কর্মীকে পাওয়া যাচ্ছিল না- এসব ঘটনা খুবই হতাশাজনক। তবে এর জন্য পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এমন কোনো কথা নেই। কেননা, যুদ্ধকালীনও যুদ্ধরত রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে, পৃথিবীতে এমন অনেক নিদর্শনও আছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য আবদুল মান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপাতত কিছু করতে চাচ্ছি না। ভবিষ্যৎ বলে দেবে এটা কোন দিকে যাবে। সময়টা বিবেচনা করতে হবে। সব কথার শেষ কথা হল, জাতীয় স্বার্থটা মাথায় রাখতে হবে। সেই বিষয়টা বিবেচনা করে আমরা আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করে থাকি এবং পদক্ষেপগুলো গ্রহণ করি। পাকিস্তানের ক্ষেত্রে এই বিষয় প্রযোজ্য হবে।’

‘গত সোমবার ঢাকাস্থ পাক হাইকমিশনের ১ কর্মকর্তাকে অনৈতিক কাজে জড়িতের অভিযোগে আটকের জের ধরে পাকিস্তানে বাংলাদেশি এক কূটনীতিক কয়েক ঘণ্টার জন্য নিখোঁজ হন। এর আগে আর এক পাক কূটনীতিক জঙ্গিদের অর্থ সরবরাহ বা মানি লন্ডারিং-এর সঙ্গে যুক্ত ছিল তারও প্রমাণ রয়েছে। এ ধরনের জঘণ্য কর্মকাণ্ডের জন্য পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছেন কিনা’- সংসদে আবদুল মান্নানের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। টানাপোড়েন হলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে-এমন নয়।  

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমরা আপাতত কিছু করতে চাচ্ছি না বলেও সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে মাথায় রাখতে হবে। সে কথা চিন্তা করেই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সর্ম্পক মূল্যায়ন ও পদক্ষেপ নিয়ে থাকি। পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।