ভারতে বেড়াতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে কোচবিহার বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মাহমুদ আনসারী ওরফে সুলতান মস্তান (৬৫) নামে এক বাংলাদেশি। মরদেহ ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে গেছেন নিহতের আত্মীয়-স্বজনরা।

নিহত সুলতান মস্তান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট এলাকার বাসিন্দা।

জানা যায়, পীরের অনুসারী ছিলেন সুলতান মাহমুদ। ভারতের কোচবিহার জেলায় ও রংপুর লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় ওই পীরের অনেক অনুসারী কাছেই পরিচিত তিনি। সেই সুবাধে গত রোববার বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের কোচবিহার যান তিনি। গত সোমবার তিনি ভারতে কোচবিহারে বাসে উঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কোচবিহার হাসপাতালে নেয়া হলে তার মৃত হয় বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।

নিহতের জামাতা আজিজুল ইসলাম বলেন, তার মরদেহের ময়নাতদন্ত এখনো হয়নি। এ কারণে কোচবিহার হাসপাতাল মর্গে তার মরদেহ পড়ে আছে। মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

রবিউল হাসান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।