চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে


প্রকাশিত: ১১:৩৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ছয়টি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত তিনটি মামলায় তার জামিন মঞ্জুর করলেও অপর তিনটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তৌহিদুর রহমান মোবারকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

তৌহিদুর রহমানের আইনজীবী অ্যাড. নিয়ামত আলী নিয়াম জানান, তার বিরুদ্ধে কানসাট পল্লীবিদ্যুৎ অফিস পোড়ানোসহ মোট ছয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তিনটি মামলায় জামিন মঞ্জুর করলেও বাকি তিনটি মামলার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহা. আব্দুল­াহ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।