সাব রেজিস্ট্রারের অপসারণ দাবিতে বগুড়ায় মানববন্ধন


প্রকাশিত: ১১:১২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার শামিমা পারভীনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্ট্যাম্প ভেন্ডারসহ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলার ১৩৪ জন দলিল লেখক ও ১৯ স্ট্যাম্প ভেন্ডারসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সভাপতি এমএ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক আজিজুল হক আজো, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্ট্যাম্প ভেন্ডার মাহেদুল ইসলাম লাকী, মাহবুবর রহমান মতি, মনোয়ার হোসেন, যুবলীগ সভাপতি ও ভেন্ডার আব্দুস ছাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, এই কর্মকর্তা যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতি শুরু করেছেন। তিনি খাজনা রশিদের পরিবর্তে এক হাজার টাকা, রশিদ হারালে দুই হাজার টাকা করে ঘুষ এবং প্রতি লাথে ৫০০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করছেন। এছাড়াও সাধারণ মানুষকে অকারণে হয়রানি, মহুরীদের সঙ্গে অসদাচরণ ও নাজেহাল করছেন। এসময় বক্তারা অবিলম্বে তাকে প্রত্যাহার না করা হলে এলাকাবাসী আরো কঠোর কর্মসূচি পালন করবে। ঘোষিত কর্মসূচির চতুর্থ দিন বুধবার শিবগঞ্জ সদরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ, গত রোববার উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সাব-রেজিস্ট্রার শামিমা পারভীনের অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা করে। এসব কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জেলা রেজিস্ট্রার, আইজির (নিবন্ধন) কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার শামিমা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের অন্যায় আবদার ও অযৌক্তিক দাবি-দাওয়া না মানার কারণেই তারা আমার অপসারণ চাইছেন।

বগুড়া জেলা রেজিস্ট্রার হীরালাল রায় জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।