ডেসটিনির পরিচালক দিদারুল আলমের জামিন আবেদন খারিজ


প্রকাশিত: ১০:১৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

৮০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া ডেসটিনির পরিচালক দিদারুল আলমের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলায় আগামী এক মাসের মধ্যে অভিযোগ গঠন করার জন্য এবং এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য বিচারিক (নিম্ন) আদালতকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দিদারুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির উপস্থিত ছিলেন।

দিদারুলকে ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার রফিকুল আমীন, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদসহ ২২ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে কলাবাগান থানায় মামলা করেন।

এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।