হিলি সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

দিনাজপুরের হিলি সীমান্তের অভ্যন্তর থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফ এর হাতে আটক ব্যক্তির নাম, তালেব হোসেন (৩৭)। তিনি সান্তাহার জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের স্টেশনের কামাল গেটের পাশে ভারতের অভ্যন্তর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে নিয়ে যায়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জাগো নিউজকে জানান, অবৈধভাবে  সীমান্ত অতিক্রম করে পণ্য আনতে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। আটক বাংলাদেশীকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সারা পাওয়া যায়নি।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।