২৮ বছর পর শহরে প্রথম শিশুর জন্ম
ইতালির ওস্তানা শহর। সর্বশেষ এই শহরে সন্তানের জন্ম হয় ১৯৮৭ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ ২৮ বছর। এই সময়ে ওই শহরটিতে কোনো সন্তানের জন্ম হয়নি।
গত সপ্তাহে শহরটির বাসিন্দাদের কাছে একটি স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে। ছোট্ট ওস্তানার মেয়র গিয়াকো লোম্বার্ডো জানিয়েছেন, ২৮ বছর পর শহরটিতে এক শিশুর জন্ম হয়েছে। আমাদের স্বপ্ন সত্যি হয়েছে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির ওই শহরটির জনসংখ্যা মোট ৮৫ জন। সদ্যজাত শিশু পাবলোকে নিয়েই এ সংখ্যা। শহরটির জনসংখ্যা দিন দিন কমে আসছে। শুধু ওস্তানাই নয়, ইতালির আরো অনেক গ্রাম ও শহরেও জনসংখ্যা উদ্বেগজনক হারে কমছে।
স্থানীয় সংবাদমাধ্যম লা স্ট্যাম্পার তথ্য অনুযায়ী, ১৯৭৫ সাল থেকে জনসংখ্যা হ্রাসের এ প্রবণতা শুরু হয়। ১৯৭৬ থেকে ১৯৮০ সালের মধ্যে ওই শহরে মাত্র ১৭টি শিশুর জন্ম হয়। এরপর ১৯৮৭ থেকে ২০১৬ সালের আগে কোনো শিশুর জন্ম হয়নি। গত সপ্তাহে জন্ম নেয় পাবলো।
এদিকে, দীর্ঘদিন পর ওই শহরে শিশুর জন্ম উপলক্ষ্যে বিশাল পার্টির আয়োজনের পরিকল্পনা নিয়েছেন মেয়র। তিনি আশাবাদী, এরপর থেকে এ প্রবণতা পরিবর্তন হবে।
দেশটির উত্তরাঞ্চলের ওই শহরে জনসংখ্যা কম হওয়ায় কাজও নেই তেমন। ফলে অনেকেই পেশার তাগিদে শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ওস্তানা শহরে মাত্র তিনটি দোকান রয়েছে। এর মধ্যে খুচরা সামগ্রী কেনাকাটার জন্য একটি দোকান, একটি মদের বার এবং একটি রেস্তোরাঁ রয়েছে।
এসআইএস/এমএস