সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্তের দাবি


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

সরকার ঘোষিত নতুন ৮ম জাতীয় বেতন স্কেলে সহকারী শিক্ষককের পদটি ৯ম গ্রেড এবং সিনিয়র শিক্ষক পদটি ৮ম গ্রেড অন্তর্ভুক্তকর সহ বিভিন্ন দাবি জানিয়েছে `বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি`।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। আগামী ১৫ মার্চের মধ্যে বেতন সংক্রান্ত দাবি পূরণ না হলে ২০ মার্চের পর সংবাদ সম্মলনের মাধ্যমে ক্লাস বর্জন, কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

এ সময় সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: পদোন্নতির সুযোগ কম থাকায় ১৬ বছরে তিনটি টাইম স্কেল ও অন্যান্য বিকল্প সুবিধা প্রদান। মানবিক ও আর্থিক কারণে গেজেটেড ঘোষণার পূর্বের যোগদান সময়কাল বিবেচনা করে প্রায় ৫ হাজার সহকারি শিক্ষকদের বিভিন্ন মেয়াদের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান। নিয়োগ বিধি প্রনয়ন করে পিএসসির মাধ্যমে দ্রুত প্রায় ২ হাজার সহকারি শিক্ষকের শূন্য পদে জনবল নিয়োগ, প্রায় ৪শ` ৫০ টি সহকারি প্রধান শিক্ষক ও ৭০টি প্রধান শিক্ষক সমমনা পদে দ্রুত পদোন্নতি প্রদান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন এবং দাবির পক্ষে মূল বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মাদ আলী বেলাল, আশরাফুল হক ভূইয়া, এম এ মতিন প্রমুখ।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।