জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক ভাস্কর্য


প্রকাশিত: ০৪:৩১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

জাতিসংঘ সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক এক অস্থায়ী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনে এ ভাস্কর্যের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অস্থায়ী এ ভাস্কর্যটি পুরো ফেব্রুয়ারি জুড়ে জাতিসংঘের সামনে প্রদর্শিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এর মধ্য দিয়ে বাঙালির জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সংযোজিত হলো। এটি আন্তর্জাতিক গৌরব ও সাফল্যের এক নতুন সূচক।

এছাড়া মাসব্যাপী এ অস্থায়ী ভাস্কর্যটির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, অভিনেতা জামাল উদ্দিন হোসেন, মুক্তধারার কর্নধার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক ফাহিম রেজানূর, বাঙালির চেতনা মঞ্চের আব্দুর রহিম বাদশা।

এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেটের গভর্নর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউইয়র্ক মেয়রের প্রতিনিধি, নিউইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্ট, সহ-পরিচালক পাবলিক আটস নিউইয়র্ক, ইউএনডিপির প্রতিনিধি, টার্কিশ কনস্যুলেট, ভূটান কনস্যুলেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে স্থাপিত এ অস্থায়ী ভাস্কর্যটি দেখতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ ম্যানহাটানের ১ম এভিনিউ ও ৪৭ স্ট্রীট এর কর্ণারে ভিড় জমান।

উল্লেখ্য, ভাস্কর্যটির নকশা তৈরি করেছেন অলম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী খুরশীদ সেলিম এবং এটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সমপন্ন শিল্পী মৃণাল হক। ভাস্কর্য ছাড়াও প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের চারু করা হচ্ছে ডাক বিভাগ একটি স্মারক সীলমোহর।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।