জানুয়ারিতেও এমন হয়েছিল


প্রকাশিত: ০৪:১৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

জানুয়ারিতেও এমন হয়েছিল
নতুন ইন্টার্ন চিকিৎসক হলো রাজন। একজন রোগী এসে তার রোগের বর্ণনা দিয়ে-
রোগী : ডাক্তার সাহেব আমার কী হয়েছে?
রাজন : এ রকম রোগ কি আগেও আপনার হয়েছিল?
রোগী : জি স্যার। জানুয়ারিতেও এমন হয়েছিল।
রাজন : বুঝতে পেরেছি, আপনার জানুয়ারিতে যেটা হয়েছিল, সেটাই আবার হয়েছে।

****

জামাই হতে চাও
মেয়ের বাবা-মা : তুমি আমাদের মেয়েকে বিয়ে করে আমাদের জামাই হতে চাও?
ছেলে : আসলে ঠিক তা নয়।
মেয়ের বাবা-মা : বিয়ে না করে অন্য ভাবে জামাই হওয়ার উপায় থাকলে বলতে পারেন।

****

গাড়ির জানালা ভেঙে ফেলেছি
ছেলে : বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবা : হুমম, যায় তো।
ছেলে : তাহলে একটা আপেল দাও তো।
বাবা : তুই না আপেল খেতে চাস না! আজ কী হলো হঠাৎ?
ছেলে : ডাক্তার সাহেবের গাড়ির জানালা ভেঙে ফেলেছি তো!

****

শান্তিতে রাখার জন্য ধন্যবাদ
স্ত্রী : এতদিন বাপের বাড়িতে থেকে সাতদিন পর আমি বাড়ি ফিরলাম। তোমার কি আমাকে কিছুই বলার নেই? গত কদিনে আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই?
স্বামী : অবশ্যই আছে। অনেক জমে আছে।
স্ত্রী : তাহলে বলো।
স্বামী : একদিন শান্তিতে রাখার জন্য তোমাকে অনেক ‘ধন্যবাদ’।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।