পালংখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজল কাদের
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন প্যানেল চেয়ারম্যান-১ ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল কাদের চৌধুরী ভুট্টো। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর করেন সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।
চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উখিয়া থানায় দায়েরকৃত জিআর মামলা, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা ও উখিয়া থানার অপর এক মামলায় দেয়া অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে।
পরিপত্রে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তার দ্বারা কোনো প্রকার ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি। পরিপত্রে বহিষ্কার পরবর্তী তিনকার্য দিবসের মধ্যে চেয়ারম্যানের দায়িত্বভার হস্তান্তর করতে নির্দেশনা দেয়া হয়। তৎমতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিনের কার্যালয়ে দায়িত্বভার হস্তান্তর করেন তিনি। এ সময় পালংখালী ইউপির সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সদস্য ফজল কাদের ভুট্টো বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পরে আ্বায়ক এবং পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আ্বায়কের দায়িত্ব পালন করেন।
সায়ীদ আলমগীর/বিএ