দলে ডাক পেয়ে যা বলেছিলেন যুবরাজ


প্রকাশিত: ০৭:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন যুবরাজ। এরপর জাতীয় দলে কোনো ফরম্যাটেই আর ডাক পাননি তিনি। ২০১৩ সালের ডিসেম্বরে সর্বশেষ খেলেছিলেন ওয়ানডে এবং তারও আগে, ২০১২ সালের ডিসেম্বরে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। এরপর থেকেই ভারতীয় দলে ব্রাত্য হয়েছিলেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

তবে এখনও যে হারিয়ে যাননি সেটা ঘরোয়া ক্রিকেটে বারবারেই প্রমাণ দিচ্ছিলেন যুবরাজ সিং; কিন্ত তবুও কেন যেন নির্বাচকরা বরাবরই উপেক্ষা করে যাচ্ছিলেন ২০১১ বিশ্বকাপ বিজয়ী এই কারকাকে।

শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকে মুখ ফিরে তাকায় ভারতীয় নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভারতের দলে ডাক পেয়েছিলেন যুবরাজ।

আর দলে সুযোগ পেয়েই যে কথাটি ফেসবুক ওয়ালে তিনি তার ভক্তদের জানিয়েছিলেন তা হলো, ‘মিল গায়ি ব্যাটিং, ব্যাটিং মিল গায়ি আজ। নাচো বিসি।’

তার এই লেখার নিচে মন্তব্যও করেছেন বিশ্বসেরা ক্রিকেটাররা। তার মধ্যে রয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথসহ আরো অনেকে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।