২০১৪ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিল গোপালগঞ্জের ১৫০ পরীক্ষার্থী


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে গোপালগঞ্জের দুটি কেন্দ্রে ১৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ২০১৪ সালের বাংলা প্রশ্নপত্রে। এরমধ্যে কাশিয়ানী উপজেলার রামদিয়া কেন্দ্রের শ্রীকৃষ্ণ শশীকমল মহাবিদ্যালয় ভেন্যুতে ৭৯ পরীক্ষার্থী এবং সদর উপজেলার সাতপাড় কেন্দ্রের বৌলতলী-সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৭১ জন পরীক্ষার্থীর ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।

রামদিয়া কেন্দ্রের কেন্দ্র-সচিব ও ফুকরা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরীক্ষা শুরুর পরপরই ওই ভেন্যু’র ১৪২ ও ২৪১ নং কক্ষের পরীক্ষার্থীরা দায়িত্বরত পরিদর্শকদেরকে অবহিত করলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে তখন তিনি জানতে পারেন। এছাড়া সাতপাড় কেন্দ্রের হল-সুপার ও বৌলতলী-সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মজুমদার জানিয়েছেন, তাদের কেন্দ্রেও দুটি কক্ষে ৭১ জন পরীক্ষার্থী ২০১৪ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরে বিষয়টি তিনি জানতে পারেন।

প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাঈদ-উর-রহমান ওই কেন্দ্রগুলোতে পরিদর্শন করেছেন। রামদিয়া কেন্দ্রের কেন্দ্র-সচিবসহ ৬ শিক্ষককে এবং সাতপাড় কেন্দ্রের কেন্দ্র-সচিব মামুন বিশ্বাসসহ ২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

পাশাপাশি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে ভুক্তভোগী পরীক্ষার্থীদের বিষয়টি সুবিবেচনা করা হবে।

এস এম হুমায়ূন কবীর/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।