প্রশ্নপত্র বিলম্বে সরবরাহ : ৪ শিক্ষককে অব্যাহতি
লক্ষ্মীপুরের রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র বিলম্বে সরবরাহ করায় পাঁচ এসএসসি পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে কক্ষ পর্যবেক্ষক চার শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
এ ঘটনায় অভিবাবক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, কক্ষ পর্যবেক্ষক চন্দন লাল নাথ, মিজানুর রহমান, মাহাতাব উদ্দিন, মো. ইউনুস।
পরীক্ষার্থীসহ কয়েকজন অভিভাবক জানান, রায়পুর মার্চেন্টস অ্যাকাডেমিসহ ৯টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশ নেয়। সোমবার তাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নির্দিষ্ট সময়ে একটি কক্ষে প্রশ্নপত্র না দিয়ে ১৫ মিনিট পর পরীক্ষার্থীদেরকে প্রশ্নপত্র দেন কেন্দ্র পর্যবেক্ষকরা।
এতে পরীক্ষার্থী ছিদ্রাতুন বিন মুনতাহা এলমি, সেবিকা পাল, একা মজুমদার, রিসালাত জাহান মিম, তানজিনা সুলতানা, মেহেরুন নেছাসহ ওই কক্ষের পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। তাদের মধ্যে পাঁচ পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকরা এলমি ও সেবিকাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় ক্লিনিকে নিয়ে যান।
রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সুপার আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, প্রশ্নপত্র সরবরাহ করতে কিছুটা বিলম্ব হয়েছে। বিষয়টি উদ্দেশ্যমূলক কিছু নয়।
রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন জাগো নিউজকে জানান, কর্তব্যে অবহেলার কারণে চার কক্ষ পর্যবেক্ষক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে।
কাজল কায়েস/এমজেড/পিআর