ভুটানকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান স্পিকারের


প্রকাশিত: ১২:১০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

ভুটানকে বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে সফররত ভূটানের ন্যাশনাল অ্যাসেম্বিলির স্পিকার লিয়নপো জিগমে জেংপো এর নেতৃত্বে চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।  

এসময় তারা বাংলাদেশ ও ভূটানের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
 
এর পরে প্রতিনিধি দলটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গেও দেখা করেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রিনজিন দর্জি এমপি ,জ্যাংলে ডুকপা এমপি, ভূটানের ন্যাশনাল অ্যাসেম্বিলির সেক্রেটারি জেনারেল সঞ্জয় দুবে  এবং বাংলাদেশে নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত পেমা সোডেন উপস্থিত ছিলেন।
 
সাক্ষাৎকালে শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, দক্ষিণ এশীয় স্পিকারর্স ফোরাম আমাদের একটি শিশু সংগঠন। এ সংগঠনকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আমাদের সকলকে স্ব-স্ব অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।