কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১০


প্রকাশিত: ১১:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবারের এ বিস্ফোরণে আহত হয়েছে আরো ২০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালানগি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, কাবুলের পশ্চিমাঞ্চলের একটি পুলিশ স্টেশনে তালেবানের এক আত্মঘাতী হামলাকারী প্রবেশের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে ওই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়। এতে ১০ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী জানান, হামলার পর তিনি ঘটনাস্থলে বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। এদিকে তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিগোষ্ঠী।

পশ্চিমা বিশ্ব সমর্থিত কাবুল সরকারের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ এনে গত মাসে কয়েক দফা হামলা চালায় তালেবান। এ সময় দেশটির একটি বেসরকারি টেলিভিশনের সাত সাংবাদিক নিহত হয়।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।