গ্রামীণফোনের নতুন বিপনন পরিচালক সোলায়মান আলম


প্রকাশিত: ১১:০০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন বিপনন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সোলায়মান আলম। এর আগে তিনি  বাংলালিংকের জ্যেষ্ঠ বিপনন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।  

রোববার তিনি নতুন পদে যোগ দিয়েছেন বলে জানা গেছে। টেলিকম কোম্পানিসহ এফএমসিজিতে দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে সোলায়মান আলমের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশন (আইবিএ) থেকে বিবিএ শেষ করে তিনি  ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশে কর্মজীবন শুরু করেন।

সোলায়মান বাংলালিংকে বিপনন যোগাযোগ, ভ্যালু অ্যাডেড সার্ভিস, সেবা ব্যবস্থাপনা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, করপোরেট কমিউনিকেশন্স ও মিডিয়া, থ্রিজি ডাটা সার্ভিস, মার্কেট অ্যানালাইসিস, প্ল্যানিং, গবেষণা ও বিতরণ বিভাগে বেশ সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

এছাড়া ভিমপেলকমের (নেদারল্যান্ডে বাংলালিংকের মূল কোম্পানি) অংশ হিসেবে সোলায়মান আলম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সদস্য হিসেবে মনোনীতও হয়েছেন।

তিনি করপোরেট যোগাযোগ ও নেতৃত্বে গুণে এ খাতে বেশ বেশ প্রশংসা কুড়িয়েছেন বলেও জানা গেছে।

এসএ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।