কোটালীপাড়ায় ইউএনও অফিসে তালা


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরীক্ষার হলে অবস্থান করাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবিতে সেখানে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীরকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে অহিদুল ইসলাম ও হুমায়ুন কবীরের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের কথা কাটাকাটি হয়।

এ খবর উপজেলা সদরে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জিলাল হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
 
এ ব্যাপারে কোটালীপাড়া পৌর মেয়র  এইচ এম অহিদুল ইসলাম বলেন, আমি পরীক্ষা কেন্দ্রের একজন সদস্য। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। কিন্তু আমাদের যে ভাষায় ইউএনও হল থেকে বেরিয়ে যেতে বলেছেন তাতে সেখানে অবস্থানকারী পরীক্ষার্থীদের অভিভাবক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হন।
 
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়রের ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি হলে অবস্থান করলে এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই তাদের অনুরোধ করেছিলাম হলে না থাকার জন্য।
 
কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।