মেহেন্দিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে অনিয়ম : দুই শিক্ষককে অব্যাহতি


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাতারহাট ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষকরা হলেন, উপজেলার আসমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলভী সুলতান আহম্মেদ ও গোয়ালভার মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা অলিউদ্দিন।

কেন্দ্র সুপার মাওলানা জহির জানান, অভিযুক্ত দুই শিক্ষক ১নং কক্ষের পরীক্ষার্থীদের মধ্যে একই সেটের প্রশ্নপত্র বিতরণ করেন। যা পরীক্ষার নিয়মনীতি বহির্ভূত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিম উর রহমান কেন্দ্র পরিদর্শনকালে এ অনিয়ম ধরা পড়ে। ইউএনও তাৎক্ষণিকভাবে দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিম উর রহমান জানান, দুই শিক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি নতুন দুই শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।