সীমান্তে বিজিবির উপর হামলার ঘটনায় মামলা


প্রকাশিত: ১০:১৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬
নিহত রফিকুল ইসলাম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিজিবির উপর হামলার ঘটনায় অর্ধশত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। জলুলী ক্যাম্পের সুবেদার শিশির কুমার চক্রবর্ত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, জলুলী ক্যাম্পের সুবেদার শিশির কুমার চক্রবর্ত্রী বাদী হয়ে রোববার রাতে মহেশপুর থানায় অভিয়োগ দায়ের করেন। এতে ১২ জন এজাহারভুক্ত ও ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে সরকারি কাজের বাধা প্রদান, অবৈধ চোরাচালান ও বিজিবি ক্যাম্পে হামলার অভিযোগ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাবেক মেম্বর মহিউদ্দিনকে ১নং আসামি করে মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ জানান, আসামিদের আটক করার চেষ্টা চলছে। এলাকায়  অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। যার নং-১৫(১)১৬।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিল। সেসময় ভারত থেকে অবৈধভাবে একদল ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে।

তখন সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল, লাঠি-সোটা, রাম দা নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তিন রাউন্ড গুলিবর্ষণ করে। এতে রফিকুল ঘটনাস্থলেই নিহত হন।
 
এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।