মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মামলায় জড়ানোর পায়তারা চলছে


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে সরকার এখন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর দোহাই দিয়ে বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

জাতীয়তাবাদী তৃণমূল দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ এ অভিযোগ করেন তিনি।

‘মুক্তিযুদ্ধ নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করবে তাদের নামেও মামলা দেয়া হবে’- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, তারা কি রাষ্ট্রদ্রোহ মামলা সম্পর্কে জানেন? ক্ষমতায় টিকে থাকতেই তারা এসব বক্তব্য দিচ্ছে। কিন্তু জনগণ তা বিশ্বাস করে না বলেও জানান তিনি।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল প্রসঙ্গে দলের এই নেতা বলেন, আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় দলের জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুতি চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে এলেই বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে। তারপরে কাউন্সিলের মাধ্যমে দেখিয়ে দেয়া হবে, বিএনপি একটি সুশৃঙ্খল ও সংগঠিত দল।

হান্নান শাহ বলেন, সরকার উন্নয়নের কথা বলে লুটপাট করছে। ঢাকা-ময়মনসিংহ ফোর লেন ও পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে বারবার টাকা বাড়ানো হচ্ছে। বিদেশে এমনকি ভারতেও যেখানে অল্প টাকায় এক কিলোমিটার রাস্তা করা হয় সেখানে আমাদের দেশে ঢাকা-মাওয়া রোডের এক কিলোমিটার রাস্তা করা হচ্ছে ৯০ কোটি টাকা খরচ করে। এসব উন্নয়ন করা হচ্ছে লুটপাটের জন্য।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।