মানিকগঞ্জে বইছে নির্বাচনী আমেজ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জে বইছে নির্বাচনী আমেজ। এ জেলার ৭ উপজেলার ৬৫টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মাঠে নেমেছেন জোরেসোরে। দলীয় সমর্থন পেতে চালাচ্ছেন জোর লবিং।
খোঁজ নিয়ে জানা গেছে, মানিকগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদেই রয়েছে বিএনপি-আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। বর্তমান চেয়ারম্যান-মেম্বারের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে অনেক নতুনদের। তবে বড় দুটি দলের প্রার্থী চুড়ান্ত হওয়ার পর অনেককেই আর শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্ভাব্য প্রার্থীরা বর্তমানে এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হয়ে ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এলাকায় নানা অনুষ্ঠানে ব্যক্তিগত দান-অনুদান দিয়ে নতুনরা হচ্ছেন পরিচিত। অনেক সম্ভাব্য প্রার্থী আবার ভিন্ন কৌশলে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। এই যেমন ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজল দর্জী সম্প্রতি এলাকায় বিশাল মোটরসাইকেল মহড়া দিয়ে নিজের প্রার্থিতা জানান দেন।
প্রতিটি নির্বাচনী এলাকাতেই সম্ভাব্য প্রার্থীরা দোয়া চেয়ে অথবা শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার টাঙিয়েছেন। প্রচারণার ক্ষেত্রে পুরাতনদের চেয়ে এগিয়ে নতুনরা। পাড়া-মহল্লা আর চায়ের দোকানগুলোতেও এখন আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, কার ভোট ব্যাংক কোথায়, কে দলীয় মনোনয়ন পেলে ভাল করবে হিসাব নিকাশ চলছে এসব নিয়ে।
এদিকে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ও মনোনয়নে নির্বাচন হওয়ার ঘোষণায় বিপাকে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানরা। ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে গত নির্বাচনে তারা জয়লাভ করলেও দলের বাইরে না ভেতরে থেকে এবার অংশ নিবেন তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বর্তমান চেয়ারম্যান জাগো নিউজকে জানান, গত নির্বাচনে বিএনপি-আওয়ামী লীগসহ সব দলের সমর্থকদের ভোট পেয়েছি। কিন্তু এবার যদি বিএনপির-আওয়ামী লীগের প্রার্থী থাকে তাহলে স্বতন্ত্র প্রার্থী হয়ে সুবিধা করা সম্ভব নয়। তাই হয় বিএনপি না হয় আওয়ামী লীগের প্রার্থী হতে হবে। তবে রাজনৈতিক দলের কালার এড়াতে অনেকেই শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়তে চান।
প্রায় প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক নিজেরাই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। নিজেদের মতো করে তারা প্রচার-প্রচারণার পাশাপাশি জেলার নেতাদের সঙ্গে লবিং চালাচ্ছেন দলীয় মনোনয়নের জন্য। এক্ষেত্রে অভ্যন্তরীণ কোন্দলও মাথাচারা দিয়ে ওঠেছে স্থানীয় পর্যায়ে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতাদেরও তৎপর হতে দেখা গেছে। দুই দলেরই জেলার শীর্ষ নেতারা মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। জেলা বিএনপি এরই মধ্যে মনোনয়ন ফরম ছেড়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম জাগো নিউজকে জানান, ৬৫ টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। জনপ্রিয়তা যাচাই করেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করা হবে। যাতে তারা নৌকাকে বিজয়ী করতে পারেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ জাগো নিউজকে জানান, জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য আগ্রহী কিন্তু জনগণতো শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন এর প্রমাণ। তারপরও দল যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাওয়ার ঘোষণা দিয়েছেন সেজন্য এ ব্যাপারে কাজ শুরু করেছি। বিএনপির মনোনয়ন প্রার্থীদের মাঠ পর্যায়ের জনপ্রিয়তা দেখেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানান তিনি।
মানিকগঞ্জের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৬৫টি। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ১০টি। ইউনিয়নগুলো হলো-জাগীর, গড়পাড়া, দীঘি, আটিগ্রাম, নবগ্রাম, পুটাইল, ভাড়ারিয়া, কৃঞ্চপুর ও মিতরা। সিংগাইর উপজেলায় মোট ইউনিয়ন ১১টি। এগুলো হলো-সিংগাইর সদর, বায়রা, বলধারা, তালেবপুর, সায়েশাস্তা, চান্দহর, চারিগ্রাম, জয়মন্ডপ, ধল্লা ,জার্মিতা ও জামসা। হরিরামপুরে মোট ১৩টি ইউনিয়ন। এগুলো হলো-বাল্লা, চালা, কাঞ্চনপুর, রামকৃঞ্চপুর, হারুকান্দি, বয়রা, বলড়া, দুলসুরা, গোপিনাথপুর, গালা, লেছড়াগঞ্জ, সুতালরি ও আজিমনগর।
সাটুরিয়ায় ইউনিয়ন পরিষদ ৯টি। এগুলো হলো-সাটুরিয়া সদর, দিঘুলিয়া, বরাঈদ, তিল্লি, ফুকুরহাটি, দরগ্রাম, হরগজ, ধাককোরা ও বালিয়াটি। ঘিওর উপজেলায় মোট ইউনিয়ন ৭টি। এগুলো হলো-বড়টিয়া, ঘিওর সদর, পয়লা, সিংজুরী, বানিয়াজুরি, নালী ও বালিয়াখোরা। দৌলতপুর উপজেলায় ইউনিয়ন সংখ্যা ৮টি। এগুলো হলো-দৌলতপুর সদর, চকমিরপুর, জিয়নপুর, খলসি, বাচামারা, বাঘুটিয়া, কলিয়া ও ধামশ্বর। শিবালয় উপজেলায় মোট ৭টি ইউনিয়ন। এগুলো হলো-শিবালয় সদর, তেওতা, আরুয়া, উথলী, উলাইল, শিমুলিয়া ও মহাদেবপুর।
বি.এম খোরশেদ/এসএস/এমএস