মেসির দেখা পাচ্ছে সেই বালক


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

ছোট এক শিশু মুরতাজা আহমাদি। ফুটবল খেলাকে খুবই ভালবাসে। আর ফুটবল মানেই তার কাছে লিওনেল মেসি। তাই আপন খেয়ালে পরে নিয়েছিল আর্জেন্টিনার দশ নম্বর জার্সিটা। আসলে, মূল জার্সিটা তো জোটেনি তার কাছে! তাই নীল-সাদা পলিথিনের প্যাকেট কেটেই বানিয়ে নিয়েছিল জার্সি।

এবার তার স্বপ্ন সত্যি হচ্ছে। আফগানিস্তানের মুর্তজা আহমাদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ‘দ্য আফগানিস্তান ফুটবল ফেডারেশন’ (এএফএফ) মেসি এবং তার ক্লাব বার্সেলোনার কাছ থেকে এ সংক্রান্ত ই-মেইল পেয়েছে।

এএফএফ মুখপাত্র সাঈদ আলী কাজেমি ই-মেইলের সত্যতা নিশ্চিত করে বলেন, লিওলেন মেসির সঙ্গে মুর্তজার দেখা করার ব্যবস্থা করেছে বার্সেলোনা। তিনি আরও বলেন, মুর্তজা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের গজনি প্রদেশের প্রত্যন্ত গ্রাম জাগুরিতে বসবাস করে। খুব শিগগিরই তার স্বপ্ন সত্য হতে যাচ্ছে।

মুর্তজার বাবা বলেন, আমার ছেলেটা সত্যিই মেসি আর ফুটবলের পাগল। আমি সাধারণ একজন কৃষক। ওকে একটা জার্সি কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই। এজন্যই ওরা পলিথিন দিয়ে জার্সি বানিয়েছিল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।