সিরাজগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জে পৃথক সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার তেলকুপি গ্রামে থেমে থেমে এই সংঘর্ষ ও ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত বাবু আলী সিরাজগঞ্জের পুঠিয়াবাড়ি মহল্লার আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা তেলকুপি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে ১০টি বাড়ি ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নের তেলকুপি গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে ফুলবাড়ি গ্রামের কতিপয় যুবক তেলকুপি গ্রামের বারিক ও লিটনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। একই সময়ে তেলকুপি গ্রামবাসীর উপরও হামলা চালানো হয়। পরে তেলকুপি গ্রামবাসীও সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ সময় তেলকুপি গ্রামের আমজাদ হোসেন, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, রফিক মাস্টার, জেলহক, কুদ্দুস আলী ও বুদ্দু শেখের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে শহরের পুঠিয়াবাড়ী মহল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ১ জন নিহত হয়। এলাকাবাসী জানায়, এই এলাকার সারঘাটের একটি জমি নিয়ে একই মহল্লার বক্কার গ্রুপ ও উজ্জল গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিলে। সোমবার দুপুরে বিবাদমান জমি নিয়ে উভয় গ্রুপ প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উজ্জ্বল গ্রপের লোকজন বাবুকে ছুরিকাঘাত করে। আহত বাবুকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সিরাজগঞ্জের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ২টি সংঘর্ষের স্থানেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বাদল ভৌমিক/এসএস/আরআইপি