প্রকাশ হলো প্রিন্স মাহমুদের খেয়াল পোকা


প্রকাশিত: ০৬:২০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

জি-সিরিজ ও রবির যৌথ উদ্যোগে ডিজিটালি প্রকাশ হলো দেশের সফল গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম ‘খেয়াল পোকা’। গতকাল রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন হয়।

সেখানে উপস্থিত ছিলেন রবি ভ্যাস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাসান ফয়সাল ও  ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, শাহেদ, হাসান চৌধুরী, এফএসুমন, গীতিকার ও সুরকার আসিফ ইকবাল, এটিএন নিউজের সিইও মুন্নী সাহা, অ্যালবামের সকল কন্ঠশিল্পী এবং জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া।

প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‌‘খেয়াল পোকা’ অ্যালবামে স্থান পাওয়া ৯ জন শিল্পীর নতুন গান শোনা যাচ্ছে রবি রেডিওজি-তে। এজন্য রবি গ্রাহকদেরকে ডায়াল করতে হবে ৪৮৭৮৭৭ নম্বরে।

‘খেয়াল পোকা’য় থাকছে একক ও দ্বৈত গান। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, মাহাদি, কনা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা।
অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের গানগুলো মূলত মেলোডিয়াস হয়। গানের কথা ও সুরে প্রাধান্য থাকে। ফলে শ্রোতারা একনাগাড়ে শুনে ফেলতে পারেন এগুলো।

১৯৯৫ সালে প্রকাশিত হয় প্রিন্স মাহমুদের সুর-সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম ‘শক্তি’। এরপর অনেক মিশ্র অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। দেশের প্রথম সারির সংগীতশিল্পীদের নিয়ে সাজানো এসব অ্যালবামের বেশিরভাগ গানই পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

তার কথা ও সুরে প্রকাশিত মিশ্র অ্যালবামের সংখ্যা প্রায় অর্ধশত। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শক্তি’, ‘মা’, ‘শেষ দেখা’, ‘এখনো দুচোখে বন্যা’, ‘দেয়াল’, ‘দাগ’, ‘পিয়ানো’, ‘দেশে ভালোবাসা নাই’, ‘যন্ত্রণা’, ‘নির্বাচিতা’, ‘নিমন্ত্রণ’, ‘অপরাজিতা’, ‘কেয়া পাতার নৌকা’ প্রভৃতি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।