পিএসএল খেলতে যাচ্ছেন তামিম-সাকিব-মুশফিক


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

খুলনার প্রস্তুতি পর্ব শেষ হওয়ার পর সপ্তাহখানেক বিশ্রাম পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তবে বিশ্রাম নেওয়া হচ্ছে না তিন টাইগারের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দুবাই যাচ্ছেন টাইগার দলের তিন সদস্য তামিম-সাকিব-মুশফিক।

পিএসএলে খেলতে তামিম ইকবাল দুবাইয়ের বিমান ধরবেন সোমবারই। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহমান যাচ্ছেন একদিন পর। তারা দুবাইয়ের বিমানে চেপে বসবেন মঙ্গলবার। সাকিবের নিয়মিত বিদেশী লিগে খেলার অভিজ্ঞতা আছে, তামিমের জন্যও ব্যাপারটা নতুন নয়। মুশফিকের কোন বিদেশী লিগে খেলতে যাওয়াও প্রথমবার নয়। তবে নতুন মিশন নিয়ে রোমাঞ্চিত তিনজনই।

বাকি টাইগাররা আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্রাম নেমেন। এরপর ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পের ঘাটি গাড়তে রওনা দেবেন। এদিকে এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হবে ৪ ফেব্রুয়ারির মধ্যেই। ফারুক আহমেদের নির্বাচক কমিটি অবশ্য বোর্ডে দল জমা দেবেন সোমবারই।

উল্লেখ্য সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।