চাঁদপুরে ৩৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে


প্রকাশিত: ১২:৩৭ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চাঁদপুরে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৪ হাজার ৩শ’ ৮৮ জন ছাত্র-ছাত্রী ৬৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর জেলা প্রশাসকের শিক্ষা বিভাগ কর্তৃপক্ষ জাগো নিউজকে জানান, এবার এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় ৩৭টি কেন্দ্রে ২৬ হাজার ৮শ’ ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১১ হাজার ৭শ’ ২৩ জন ছাত্র ও ১৫ হাজার ১শ’ ২৪জন ছাত্রী।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় চাঁদপুর জেলায় ১৮টি কেন্দ্রে ৬ হাজার ৪শ’ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় জেলায় ১০টি কেন্দ্রে ৭শ’ ১৩ জন ছাত্র ও ৩শ’ ৮৪ জন ছাত্রীসহ মোট এক হাজার ৯৭ জন পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।