সাতক্ষীরায় দর্শক মাতালো অ্যাক্রোবেটিক
‘শিল্প সংস্কৃতি-সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রদর্শিত হলো সার্কাসের প্রধানতম অঙ্গ অ্যাক্রোবেটিক প্রদর্শনী। রোববার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি শেখ নুরুল হক।
এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, এটা দলটির ১২৬তম প্রদর্শনী। প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দল ‘৬৪ জেলায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে এটি সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়।
আকরামুল ইসলাম/বিএ