নোয়াখালীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি


প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চলমান নোয়াখালীর সম্পাদক মাহমুদুল হাসান রুদ্র মাসুদের বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল বাসার আলমারী ও বিফ্রকেস ভেঙে রাশিয়া ও বাংলাদের তিনটি পাসপোর্ট, দুটি ল্যাপটপ, চার ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার প্রধাণ বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

সাংবাদিক রুদ্র মাসুদ জানান, বিকেলে দক্ষিণ বাজারের আবদুল মালেক মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় বাসার দরজায় তালা দিয়ে তার মা নিচতলায় যান। এ সুযোগে চোরের দল বাসার দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে আলমারী ও বিভিন্ন বিফ্রকেস ভেঙে রাশিয়া থেকে আসা তার বড় ভাই জহিরুল ইসলামের পাসপোর্টসহ তিনটি পাসপোর্ট, দুটি ল্যাপটপ, একটি ল্যাপটপের ব্যাকআপ, চার ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি গোলাম ফারুক জাগো নিউজকে জানান, চুরির বিষয়ে সাংবাদিক রুদ্র মাসুদ রাত ১০টার সময় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া মালামাল ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

মিজানুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।