রবি-এয়ারটেল একীভূতকরণের গণশুনানি ১৭ ফেব্রুয়ারি
মোবইল অপারেটর রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূতকরণের গণশুনানি ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাষিত সংস্থা, ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারণ এ শুনানিতে অংশ নিতে পারবেন। তবে অংশ নিতে ৮ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত ফরম পাওযা যাবে www.btrc.gov.bd ওয়েবসাইটে।
গণশুনানির স্থান ও তারিখ নির্বাচিত ব্যক্তিদের ফোন ও ইমেইলে জানানো হবে। এছাড়া রবি-এয়ারটেলের একীভূতকরণের বিষয়ে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য চাইলে লিখিত আকারে চেয়ারম্যান, বিটিআরসি, আইডিবি ভবন, রমনা, ঢাকা-১০০০ বরাবর পাঠানোর অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
আরএম/এএইচ/বিএ