সঞ্জিতের পরিবর্তে মোসাব্বেক
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অফ স্পিনার সঞ্জিত সাহা। তার নিষেধাজ্ঞায় কপাল খুলে গেছে আরেক অফ স্পিনার মোসাব্বেক হোসেন সানের। সঞ্জিতের পরিবর্তে মোসাব্বেককে দলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবির এক সূত্র।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের অপেক্ষমান তালিকায় ছিলেন মোসাব্বেক। যদিও গত দুই বছর ধরে যুবাদের এই দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন। এরপর দল থেকে ছিটকে গেলে সঞ্জিতের দুর্ভাগ্যে বরাত খুলে যায় মোসাব্বেকের।
বিসিবির সূত্রটি জানায়, রোববার রাতেই দলের সঙ্গে যুক্ত হতে কক্সবাজার রওয়ানা হবেন মোসাব্বেক। সোমবার থেকেই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এখন পর্যন্ত ১২টি যুব আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন মোসাব্বেক।
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ের সময়ে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সঞ্জিত। এরপর রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। অ্যাকশন শুধরে আগামী ২১ দিনের মধ্যে আইসিসির ল্যাবে পরীক্ষা দিতে হবে এই স্পিনারকে।
আরটি/আইএইচএস/পিআর