লেখকরা চাইলে মেলার বাইরেও নিরাপত্তা


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

শুধু বইমেলায় নয় লেখকরা চাইলে বাইরেও তাদের নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি মো. শহিদুল হক। রোববার বিকেলে অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা অতীতের সফলতা বিফলতা বিচার বিশ্লেষণ করে নিরাপত্তা  ব্যবস্থা করেছি। নিরাপত্তা এবার শুধু বইমেলা কেন্দ্রিক নয়, শাহবাগ থেকে দোয়েল চত্ত্বর পুরো এলাকাকে এর আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, গতবারের তুলতায় এবারের নিরাপত্তার বিশেষত্ব হল এবার অনেক বেশি ক্লোলজড সার্কিট ক্যামেরা (সিসি) থাকবে। প্রায় দুইশোর বেশি সিসি ক্যামেরা দেয়া হয়েছে। মেলার ভিতরে এবং বাইরে পুরো এলাকায় নজরদারি থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার এবং প্রবেশ পথে আর্চওয়ে থাকবে।

পুলিশের দায়িত্বে সহযোগীতার আহ্বান জানিয়ে তিনি বলেন, তল্লাশি করাটা অপমানের নয়। তাই জনগণকেও পুলিশের কাজে সহায়তা করতে হবে। পুলিশকে সহয়তা করাটা নাগরিকদের দায়িত্ব।

এমএইচ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।