হাসপাতাল ব্যবস্থাপনায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

দেশের হাসপাতালগুলোর ব্যবস্থাপনার জন্য মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল ম্যারিয়ট ইন্টারন্যাশনালে দেশটির সরকারি হাসপাতালে পরিসেবা প্রদানকারী কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সাধারণ মানুষ আজ বিনামূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা পাচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গত সাত বছরে যে কয়েকটি ক্ষেত্রে দেশকে বিশ্বদরবারে প্রশংসার জায়গায় নিয়ে গেছে তার মধ্যে স্বাস্থ্যখাত অন্যতম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অর্জনকে বিশ্ব নেতৃবৃন্দ আজ তৃতীয় বিশ্বের জন্য উদাহরণ হিসাবে বিবেচনা করছেন। এখন বাংলাদেশের হাসপাতালগুলোর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামতসহ অভ্যন্তরের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে উদ্যোগ নেয়া দরকার।

তিনি বলেন, মালয়েশিয়ায় সরকারি হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম ও যন্ত্রপাপতির রক্ষণাবেক্ষণে বেসরকারি সহায়তার অভিজ্ঞতা প্রশংসনীয় ও আন্তর্জাতিক মান সম্পন্ন। এই যুগান্তকারী উদ্যোগকে বাংলাদেশে সফলভাবে প্রয়োগ করতে সহায়তা করার জন্য সে দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রীর এই আহ্বানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশে এসে বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন ও কাজের সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাবনা উত্থাপনের আগ্রহ দেখান।

মালয়েশিয়ায় সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান হাসপাতালের অভ্যন্তর ও বহিরাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা, লন্ড্রি এবং কাপড় ধোলাই পরিসেবা সাফল্যের সাথে চালিয়ে আসছে।

সভায় অন্যান্যের মাঝে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, যুগ্মসচিব কাজী আ খ ম মহিউল ইসলাম, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্সহ বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।