কুড়িগ্রাম পৌরসভায় নুতন মেয়রের দায়িত্ব গ্রহণ
কুড়িগ্রাম পৌরসভার নতুন মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল দায়িত্বভার গ্রহণ করেছেন ।
রোববার বিকেলে শত শত সমর্থক, দলীয় নেতাকর্মী ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে তিনি মেয়রের দায়িত্বভার নেন। এর আগে টানা চার দফা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয় এই পৌরসভায়। এ পৌরসভা ছিল বিএনপির দখলে। তাই বিএনপির শিবিরে এখন হতাশার ছাপ। আর আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা।
বিদায়ী মেয়র বিএনপি নেতা নুর ইসলাম নুরু আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার হস্থান্তর করেন। শত শত নারী-পুরুষ ফুল ছিটিয়ে স্বাগত জানায় নতুন মেয়রকে। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ এক হাতে বিজয়ী মেয়র আব্দুল জলিল এবং অপর হাতে বিদায়ী মেয়র নুর ইসলাম নুরুকে জড়িয়ে ধরে পৌর ভবনে প্রবেশ করেন। এসময় করতালিতে মুখরিত হয়ে ওঠে চারদিক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এসএম আবু হোরায়রা উপস্থিত ছিলেন। বিদায়ী মেয়র নুর ইসলাম নুরু নব নির্বাচিত মেয়র আব্দুল জলিলকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। দায়িত্ব গ্রহণের পর নতুন মেয়র আব্দুল জলিল সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি, দুর্ভোগ কমানো ও পৌরসভার উন্নয়ন করাই আমার লক্ষ্য। তবে তিনি কুড়িগ্রাম পৌরসভাকে দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত করার ঘোষণা দেন।
নাজমুল/এমএএস