বিশ্ব বিতর্কের চ্যাম্পিয়নশিপে সেরা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ এএম, ২৮ জুলাই ২০২২

বিতর্কের বৈশ্বিক আসর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ'-এ জয়ী হয়েছে বাংলাদেশের বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির দল ‘ব্র্যাক-এ’। বিশ্ববিদ্যালয়টির ডিবেটিং ক্লাবের সাজিদ আসবাত খন্দকার ও সৌরদ্বীপ পাল দেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন।

‘বিতর্কের বিশ্বকাপ’ খ্যাত এই চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসে সার্বিয়ার বেলগ্রেডে। বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী হয়ে ফাইনালে পৌঁছান সাজিদ-সৌরদ্বীপ। বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বিজয়ীর হাসি হাসেন তারা।

ব্র্যাক ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের ফেসবুক পেজে জানানো হয়, বৈশ্বিক আসরের এই সর্বোচ্চ খেতাব জয়ের পথে ফাইনালে প্রিন্সটন ইউনিভার্সিটি, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ও ম্যানিলা ইউনিভার্সিটির দলকে হারিয়েছে ‘ব্র্যাক-এ’।

এর আগে, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের এই দলটিই দেশের হয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়। এবার বিতর্কের সর্বোচ্চ শিরোপাও তারাই প্রথম এনে দিলো বাংলাদেশকে।

এইচএ/এমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।