কুড়িলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা


প্রকাশিত: ১১:২১ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। ওই দোকানের স্বত্তাধিকারী পরিচয়ে জামাল ভূইয়া(৩৪) শনিবার রাতেই  অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ডাকাতির ঘটনায় প্রায় সোয়া এক ঘণ্টা পরেই জামাল ভূইয়া ডাকাতি মামলা করেন।
 
মামলাটি তদন্ত করছেন থানার অপর উপ-পরিদর্শক(এসআই) মো. বাবুল। এব্যাপারে তিনি জানান, মামলার তদন্ত কাজ চলছে। ডাকাত দলের দুই সদস্যকে সন্দেহে সনাক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ভুক্তভোগীরা ডাকাতদের কাউকে চেনেন কিনা তা জানার চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে স্বর্ণের দোকানের নাম `নিউ আই কে জুয়েলার্স` এ স্বর্ণের ক্রেতা সেজে আসে ৬/৭ জনের একটি ডাকাত দল। তারা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর প্রায় ৪০ ভরি স্বর্ণ লুট করে। এঘটনায় ভবন মালিকের স্ত্রী জহুরুন নেছা আতঙ্কে জ্ঞান হারিয়ে মারা গেছেন।
 
জেইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।