শান্তি আলোচনা বয়কটের হুমকি সিরীয় বিরোধীদের


প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

জাতিসংঘের উদ্যোগে জেনেভায় শান্তি আলোচনা বয়কটের হুমকি দিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীগুলো। তারা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের অপরাধ অব্যাহত থাকলে আলোচনা বয়কট করবেন বলে জানিয়েছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি-সমর্থিত সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীর উচ্চ আলোচক কমিটি (এইচএনসি) জেনেভার শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার সন্ধ্যায় পৌঁছেছে। এর আগে শুক্রবার সিরিয়া সরকারের প্রতিনিধিরা জেনেভায় পৌঁছায়। জাতিসংঘের সিরিয়া সঙ্কট বিষয়ক বিশেষ দূত স্তাফা দ্য মিসতুরার সঙ্গে তারা প্রাথমিকভাবে আলোচনায় অংশ নেন।

এইচএনসির মুখপাত্র সালেম আল-মেসলেত বলেন, আমরা শান্তি আলোচনা নিয়ে কাজ করতে চাই কিন্তু আসাদ সরকারের প্রতিনিধিদের মাঝে এ বিষয়ে কোনো দায়িত্বশীলতা নেই। শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়ার বিষয়ে রোববার দ্য মিসতুরার সঙ্গে এইচএনসির আলোচনা হওয়ার কথা রয়েছে।

সিরিয়ায় বিরোধীদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার, বিমান হামলা স্থগিত ও বন্দীদের ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে। এসব দাবি না মানলে আলোচনা বয়কট করা হবে বলে হুমকি দিয়েছে এইচএনসি।

এর অাগে সিরীয় সরকার ও দেশটির প্রধান বিরোধী পক্ষের উচ্চ আলোচক কমিটিকে (এইচএনসি) শান্তি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় জাতিসংঘ। এছাড়া অন্যান্য বিরোধী পক্ষের নেতাদেরও পরামর্শক হিসেবে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। সিরিয়ার সরকারি বিরোধী বিদ্রোহী কুর্দি গোষ্ঠী ওয়াইপিডি, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্ট এই শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না।

সিরিয়ায় গত সাড়ে বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো কয়েক লাখ মানুষ। এদের অধিকাংশই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয়ের আশায় পাড়ি জমাচ্ছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।