গুগল ডোমেইন কিনে পুরস্কার পেলেন সন্ময় বেদ


প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

মাত্র কয়েক সেকেন্ডের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডোমেইন কিনেছিলেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের তরুণ প্রযুক্তিবিদ সন্ময় বেদ। এক মিনিটের জন্য যখন তিনি এটি কিনেন তার আগে এটির মালিকানা ছিল না গুগলের।

গুগলের অজান্তে ব্যবসন কলেজের ব্যবসা অনুষদের ছাত্র বেদ গত বছরের সেপ্টেম্বরে যখন এটি কিনে নেন ততক্ষণে ঘুম ভেঙে যায় গুগল ইনকর্পোরেটের। গুগলের সাবেক কর্মী ও বিজ্ঞাপন ফার্মে কাজ করা সন্ময় বেদ এই সার্চ জায়ান্টের নাকের ডগায় ওই ডোমেইন কেনার পর তার স্মরণাপন্ন হয় কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে বেদের করা গুগলের ডোমেইন কেনার আবেদন বাতিল করে। এজন্য বেদকে ৬ হাজার ৬ দশমিক ১৩ মার্কিন ডলার দেয়ার প্রস্তাব দেয় গুগল।

google
আগে থেকে সফটওয়্যারের নানা ত্রুটি চিহ্নিত করার জন্য সাইবার নিরাপত্তা গবেষকদের আর্থিক পুরস্কার দিয়ে থাকে গুগল। বেদকে এজন্য পুরস্কার দেয়ার ঘোষণা দেয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের প্রস্তাবিত অর্থ অলাভজনক প্রতিষ্ঠান আর্ট অব লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশনে দেয়ার ঘোষণা দেন বেদ। এরপর তাকে দ্বিগুণ অর্থ (১২ হাজার মার্কিন ডলার) দেয়ার ঘোষণা দেয় বিশ্বের সর্বাধিক ব্যবহৃত এই সার্চ জায়ান্ট।

গুগলের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেয়ার জন্য শুধুমাত্র বেদই যে পুরস্কার পেয়েছেন তা নয়। ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের দুই মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দিয়েছে গুগল। এখন পর্যন্ত অন্তত তিনশ গবেষককে এ পুরস্কার দেয়া হয়েছে।

তবে গুগলের ডোমেইনের জন্য কি পরিমাণ অর্থ দেয়া হয়েছিল তা জানাতে অস্বীকার করেছেন বেদ। কীভাবে গুগল ডটকম কেনার সন্ধান পেলেন? ব্যবসনের এই শিক্ষার্থী বলেন, গুগলের ইউআরএল-বিক্রির সেবা সম্পর্কে জানার চেষ্টা করছিলেন তিনি। এ সময় তিনি গুগল ডটকম লিখে সার্চ করেন। সঙ্গে সঙ্গেই এই ডোমেইন অবিক্রিত আছে বলে দেখতে পান। পরে মাত্র ১২ ডলারে গুগল ডটকম ডোমেইন কিনে নেন বেদ। ১২ ডলারে কিনে নেয়া গুগল ডোমেইনের বর্তমান সম্পদের পরিমাণ ৬৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার বলে সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।