রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৫২ হাজার


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

সারা দেশের মতো রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এবারের পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যা গতবারের চেয়ে ২৫ হাজার ৪৬ জন বেশি। ২০১৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ২৭ হাজার ৫২০ জন।

রোববার দুপুরে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাতে শিক্ষাবোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ, প্রধান মূল্যায়ন কর্মকর্তা এসএম গোলাম আজম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দুরুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার শিক্ষাবোর্ডে ২২৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। এবারে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৯৮ জন। এছাড়াও অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৯০ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ২৭৮ জন।

রাজশাহী শিক্ষাবোর্ড জানায়, বোর্ডের মধ্যে দুই হাজার ৬১৬টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৫২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবছর ৭৯ হাজার ৭৬৬ জন ছাত্র এবং ৭২ হাজার ৮০০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ জানান, এরই মধ্যে প্রবেশপত্র পাঠানো হয়েছে। ভিজিলেন্স ও ঝটিকা দলও গঠন করা হয়েছে। কেন্দ্রগুলোতে উত্তরপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানোসহ পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যে নির্ধারিত ২০মিনিট সময় ছিল তা ১০ মিনিট বৃদ্ধি করে ৩০ মিনিট করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।