পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের ভেতরে প্রবেশ নিষেধ


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

২০১৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) এবং দাখিল পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের অভ্যন্তরে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের নিতাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার দিনসমূহে এই আদেশ বলবৎ থাকবে।

ডিএমপি (অর্ডিন্যান্স নম্বর- ৩/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ দেন কমিশনার।

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।