বাঞ্ছারামপুরে দু`পক্ষের সংঘর্ষে নিহত ২
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে আবদুস সালাম (৬৫) ও লিল মিয়া (প্রায় ৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজনেই কালিকাপুর গ্রামের বাসিন্দা।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই কালিকাপুর গ্রামের বাসিন্দা আবদুস সালামের সঙ্গে একই গ্রামের সিদ্দিকুর রহমানের বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে সিদ্দিকের বাড়িতে মাইকে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সালাম ও তার সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আবদুস সালামের সমর্থকরা সিদ্দিকুর রহমানের এক সমর্থককে বেধড়ক পেটান। এ নিয়ে সিদ্দক গতকাল বাঞ্ছারামপুর থানায় একটি মামলাও দায়ের করেন।
এদিকে, মামলা দায়েরের পর রোববার সকালে সিদ্দিকের সমর্থকরা সালামের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে সালামকে উদ্ধার করে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সালামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা সিদ্দিকের সমর্থক লিল মিয়াকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। পরে লিল মিয়াকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে সেখানে তারও মৃত্যু হয়।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস